এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী اباد বৃথায় ভুলিয়া, বৃথায় জ্বলিয়া, এ ভবে। স্বভাব তোমার গাথা ফুল-হার, ত। মানি। গেয়ে গেয়ে গান নিশি অবসান, তা জানি। তবে— জবা গাথ, হায়, পরাও হিয়ায়, —শ্মশানে। বল হরি-বোল, ভবিষ্যৎ খোল পরাণে। ও কথt ও কথায় কাজ নাই আর। আকাশে না দেখি ইন্দু, এখনি হৃদয়-সিন্ধু উঠিবে করিয়া হাহাকার। আছাড়িয়া ভাঙিবে তু ধার। ও কথায় কাজ নাই আর। ও কথায় কাজ নাই আর। পাইয়৷ বায়ুর বেগ, এখনি গজিবে মেঘ, জলে জলে হবে ছারখার জগত, সংসার। ও কথায় কাজ নাই আর। ও কথায় কাজ নাই আর। হেমন্ত কুয়াস মত, ক্রমশঃ বাসনা যত, যেতেছে হইয়। একাকার, অস্পষ্ট, সুদূর, অন্ধকার। ও কথায় কাজ নাই আর।