এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ডুবিতেছি কাল-নীরে, ভুল; বৃন্দাবনে ও কথায় কাজ নাই আর। কি হবে উদ্যমে বাচিবার? ও কথায় কাজ নাই আর। বৃন্দাবনে (কানাড়া, বৎ ) বঁাধিতে ছিলাম মন, আপন ঘরে,— কেন গৃহ ছাড়িলাম বঁাশীর স্বরে। সমুখে প্রমোদ-বন, ফুটে ফুল অগণন, উড়ে অলি, নাচে শিখি, হরিণী চরে। সে যে ছিমু—ভাল ছিমু আপন ঘরে। সমীর সুরভি-ভরে ফুলে ফুলে ঢলে পড়ে, মৃদ্ধ কাপে তরুলত, পিক কুহরে। সে যে ছিমু—ভাল ছিন্ন আপন ঘরে। আকাশে তারকা কত চেয়ে প্রেমিকার মত, হেসে গ’লে পড়ে চাদ মেঘের থরে। সে যে ছিমু—ভাল ছিম আপন ঘরে। যমুনা উছলে কত, ঢেউয়ে ঢেউয়ে চাদ শত, ঘুমায়ে পড়েছে ধরা জোছনা-ভরে। সে যে ছিমু—ভাল ছিন্ন আপন ঘরে। এ যে রে সুখের ধরা, আমি কেন এমু জ্বরা? ডুবে যাই ধীরে ধীরে, ১৯