পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९९ অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী সবি ভেসে গেল চোখে, সবি কেঁপে গেল বুকে, প্রাণে র’য়ে গেল মুর, ভাবের পেন্থ না খাই। বসন্ত যে এল গেল, বসে আছি শূন্তে চাই। অবসর-শ্রাত্ত বড় শ্রাস্ত হ’য়েছি জীবনে। লাগে না, বসে না কিছু মনে। আছি মাত্র শুধু চাই, লক্ষ্য নাই—মুধু যাই। হ ধারে প্রাসাদ উচ্চ, মূলে পড়ি ছায়া। আকাশে মধ্যাহ্ন রবি, ধূলি-ধূসরিত সবি, চলিয়াছে কোলাহলে নর-নারী-কায়। হেথা হোথ। পড়ি সরু গলি, নিঝুম, শীতল, নিরিবিলি। আছি মাত্র স্বধু চাই', লক্ষ্য নাই—মুধু যাই, মুক্ত গবাক্ষের পানে কভু ভুলে চাই। একটি নিশ্বাস পড়ে ধীরে, কারে যেন খুজি ফিরে ফিরে। এ সংসারে অবসর-শ্রান্ত আমার মতন কেহ নাই? কৰি দুখ হৃদয়ে উঠিছে শ্বাস হৃদয়ে-ই পায় ত্রাস। —স্তব্ধতার অস্পৰ্শ-অতলে। কি ব্যথা বলিব খুলে? কথা-ই যেতেছি ভুলে, কি বলিব কি বলিব ব’লে।