এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ミ*
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
বুঝেছি, ছুয়েছি প্রাণে, স্বপনে, সঙ্গীতে -
বুঝাইতে গেলে যায়, বুঝিতে পারি না, হায়,
চাই চারি-ভিতে । সেই কথা, সেই ব্যথা, সে আকুল-নীরবতা, সেই মুখ, সেই মুখ, বায়ু ঢুলু ঢুল,
নদী কুলু-কুল, সে ভাঙা অজানা ঘর, সেই পরিজন-পর, সেই ফুল, সেই ভুল, বিরহ, মিলন, সেই হাসি, সেই বঁাশী, কল্পনা, স্বপন,
সেই চোখে ঘোর-ঘোর, সেই প্রাণে ভোর-ভোর, অক্ষরে অক্ষরে তোর কেমনে উছলে
এ আকাশ-তলে ।
অলস জোছনাময়ী, নিথর যামিনী
অলস জোছনাময়ী, নিথর যামিনী ;
মুছল মধুর বায় ; ধীরে নদী ব’হে যায় ;
মধু-ভরে ঝ’রে পড়ে বকুল, কামিনী ।
অলস জোছনাময়ী, নিথর যামিনী ।
পড়ে আছি নদী-কুলে খাম দুৰ্ব্বাদলে ;
কি যেন মদিরা-পানে, কি যেন প্রেমের গানে,
কি যেন নারীর রূপে ছেয়েছে সকলে ।
প’ড়ে আছি নদী-কুলে শুrাম দূৰ্ব্বাদলে ।