এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ईल? ठूचॆन সরমে যে বেঁধে গেছে আঁখি। গুণনিধি, বুঝিতে কি বাকি? ফোটে ফোটে হুইটি মুকুল, এক-গাছি নব-মালা তরে; এক-খানি সরমের ভুল খেলিতেছে মাঝ-খানে প’ড়ে। বলে-বলে আসে না ক মুখে, কি বলিয়া আরম্ভ করিবে। এ নব, অপরিচিত সুখে, আজ তার কোথায় ধরিবে। কেঁপে কেঁপে ওঠে শ্বাস, হায়, হাসি বুঝি অশ্রু হ’য়ে পড়ে। শুভ্র মেঘ শারদ জ্যোক্ষায় না ঝরিয়া থাকে বা কি ক’রে। সখীরা প্রভাতে উঠে, হেসে, চারি চক্ষু রাঙা দ্যাখে এসে। চুম্বন যে কথা ফোটে ন গানে, বুঝি তাহ স্বরে; যে ছবি ফোটে না রঙে, ফোটে তা রেখায়; যে রূপ ফোটে না কাছে, ফোটে তাহ দূরে; যে ভাব যায় না ছোয়া, কাব্যে ধরা যায়। যে প্রেম যায় না খোলা সহস্ৰ ক্রন্দনে, অবিরাম ফুখ কথা, স্থখ-কবিতায়,— সহস্ৰ বস্তার স্রোতে ভেঙে-চুরে ধায়, একটি পরশ-মাত্র মৃতুল চুম্বনে। খুল—৫