এস আত্ম-বিনাশিনি, পরার্থ-জীবিতে,
সত্য-শিবে, সৌন্দর্য্য-সম্মিতে!"
ইহা একেবারে একনিষ্ঠ বাঙ্গালী সাধকের কথা। ইহা চণ্ডীদাস ও রামপ্রসাদের দেশের বাণী। ইহার পর সুর আর উঠে না।
ডক্টর সুশীলকুমার দে 'প্রদীপে'র পরিবর্তিত সংস্করণ সন্মন্ধে বলিয়াছেনঃ
এ সংস্করণে কবি তাঁহার পূর্ব্বের কবিতাগুলির এত পরিবর্ত্তন ও পরিমার্জনা করিয়াছেন এবং সঙ্গে সঙ্গে নূতনেরও স্ংযোজন করিয়াছেন যে এই ... কাব্য এই হিসাবে নূতন হইয়া দাঁড়াইয়াছে। সুতরাং ইহার মধ্যে পুর্ব্বলিখিত দ্বন্দের অর্দ্ধস্ফূট মূর্ত্তি পূর্ণ-বিকশিত আকার ধারণ করিয়াছে। এখন কবি তাঁহার মনোময়ী মূর্ত্তিকে অন্তরের ছায়ালোক হইতে বাহিরের সুখদুঃখের পূর্ণ আলোকে প্রতিষ্ঠিত করিতে প্রয়াস পাইয়াছেন। তাঁহার আত্মগত ভাবনার আনন্দে ও প্রীতির কল্পনায় বাস্তবের সকল বৈষম্য ও কঠোরতা অপূর্ব্ব শোভায় মণ্ডিত হইয়াছে সত্য, কিন্তু এই ... পরিশোধিত গ্রন্থে আমরা তাঁহার দেহক্লিষ্ট বাস্তবদলিত প্রাণের স্পন্দন সর্ব্বপ্রথম সম্পূর্ণভাবে অনুভব করিতে পারি।—'নানা নিবন্ধ' পৃ ২৭১