পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী রবির চুম্বনে মৃত্, হিমাদ্রি তুষার থাকিতে পারে না আর শীতল কারায়। শশীর চুম্বনে মৃঢ়, শাস্ত পারাবার বাচিতে পারে না আর বেঁধে আপনায়। পবন চুম্বনে মৃছ, স্তন্ধ অরণ্যানী ওঠে ছলে, পড়ে ঢ’লে, করে কাণাকাণি। আলিঙ্গন আমার পরাণ ভাসিয়া যায়, পড়ে বা উছলি, যেন এক মহা-কাব্যে হ’য়ে ওতপ্রোত। হৃদয় পাষাণ নয়, কিসে বঁাধি স্রোত? বুঝি সুধু ভেসে যাই—কিছুই না বলি। এত সুর কেঁদে যাবে, হবে না ক গান? হবে না কাব্যের কিছু, স্বপ্ন যাবে ব’য়ে, বায়ু বিন, পত্রে পত্রে হিম-কণ ল’য়ে, এ মোর কবিতা-দিন হবে অবসান? তোমার মুকুলিত হৃদি-বন পরিমল ভরে, চাহিয়া র’য়েছে যেন কার অপেক্ষায়। একটি পরশ পেলে ফুটে ঝরে যায়, ছবি-খানি বাকি যেন ফুটি রেখা তরে। হৃদয়ে হৃদয় দিয়ে এস, সখি, তবে, রূপ-বনে প্রেম-কাব্য মিশাই নীরবে। দম্পতির নিন্দ্র। নিবিয়া আসিছে দীপ; নিস্তবধ গেহ। আঁখির মিলনে আঁখি গিয়াছে ভরিয়া।