এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ওই যা। ওই যা – জানেলাটা গেল
হাওয়ায় হাওয়ায় খুলে ।
কে কোথায়, হায় । আমারি ছপুর কাটিল খেয়ালে ভুলে ।
গোপাল
গভীর যামিনী, আঁধার আকাশ,
দুরেতে ঝটিকা শ্বাসে । 与
দিগন্তের কোলে চমকে দামিনী,
—পথিক ছুটিছে ত্রাসে ।
এ ধারে গর্জিছে অশ্বখের শ্রেণী,
ও ধারে তটিনী ভাঙিছে পাড়,
হোথায় —শাশানে জ্বলিতেছে চিতা ।
— বড় শ্রাস্ত দেহ, চলে না আর ।
সপ্ত বর্ষ পরে ফিরিতেছে ঘরে,
ব্যাকুল দেখিতে স্ত্রীপুত্ৰ-মুখ । অর্থের অভাবে ছেড়েছিল দেশ,
পেয়েছে সে অর্থ, পাবে কি সুখ ?
‘খোল—খোল দ্বার, নিস্তব্ধ কুটার, পুন করাঘাতি ডাকিল হেঁকে। একটি নিশ্বাস শুধু শোনা গেল ।
চাল হ’তে পেচা উড়িল ডেকে ।
"খোল—খোল দ্বার, ভেঙে গেল দ্বার,
—এ কি নিস্তব্ধত ভয়-সঞ্চারী। হাসিল বিদ্যুৎ পিশাচীর মত,—
মৃত পুত্র বুকে, মুমুধু নারী ॥