এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
चक्रग्नकूभांब्र बज्जांण-यहांदणौ
কোন অঙ্গরীর বীণা
হ’তেছিল সুর-হীনা ? আধ-অাধ বুলি দিলি ফাকে ফঁাকে তার। বিষন্ন দেবতা-কুলে ভুলাতে আবার ।
বাছা রে,
কোন স্বৰ্গ-রঙ্গ-ভূমে কত মুখ তোরে চুমে । সে হাসির রাশি মাঝে খুজিস কি কারে ?
পেয়েছে কি হেন কেহ, জানে জননীর স্নেহ ?—
যেমন জানিস তুই জানায় তোমারে ।
শত কোল ঘুরে ঘুরে গেলি কোন স্বর-পুরে ? আকাশের কোন তার হ’লে৷ তোর ঘর ?
জীবন-শ্মশান-কুলে, বসে আছি বড় ভুলে । আকাশের পানে চেয়ে, অশ্র দরদর। সম্মুখে অনন্ত শূন্ত, অপার সাগর।
ওগো তোরা
জানি না, বুঝি না, ওগো তোর, যখন আপন মনে যাই,— সম্মুখে, পিছনে, পাশ হ’তে,
কেবল নাম-টি ডেকে, জানিয়া, “কেমন আছি,
ঘরে যাস কি বেশী-টি পাই’ ?
জানিস না, বুঝিস না তোর,—
ভাবনার, কল্পনার স্রোত হয় ত হইতেছিল প্রাণে ওতপ্রোত ।