এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
फूल * cकन কত স্বপ্ন দেখি কত স্বপ্ন দেখি, সখি, তোমায় আমায়, মুখোমুখী ব’সে যেন, ৰিৰাহ-সভায়। আঁখি ফুটি লাজ ভরা, মুখ-খানি নত, হাতেতে রাখিতে হাত, যোঝ-যুঝি কত। কত স্বপ্ন দেখি, সখি, তোমায় আমায় পাশাপাশি শুয়ে যেন, বাসর-শয্যায়। কহিতে কহাতে কথা, ফিরিতে, ফিরাতে, কত সুখ-দুখ-ভয়ে জড়-সড় রাতে। কত স্বপ্ন দেখি, সখি, বাধা নাহি পেয়ে, কোলে নব শিশু-পানে, আছে যেন চেয়ে। ছল ছল আঁখি ফুটি,—মুছাইতে গিয়ে নিজ চোখে হাত দেই, প্রভাতে জাগিয়ে। এ ছুখ কেমনে যায়? এ ছুখ কেমনে যায়, এ ছুখ কেমনে? মরণে। জগতে কি নাই সুখ, মানব-জীবনে? স্বপনে। কিসে ভুলি সুখ-দুখ, কিসে এ মহীতে? পিরীতে। কেন কেন ঝ’রে পড়ে ফুল, কেন ঝ’রে পড়ে? হ’তে তরু-সার। কেন ঝ’রে পড়ে মেঘ, কেন ঝ’রে পড়ে? হ’তে জল-ভার। 8念