পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फूण ६ भलग्न-नयौन्नै কত মাম-অভিমান-হাসি, কত মোছামুছি অঙ্ক-জল, কত চাওয়t-চাহি বাসাবাসি, গত ব’লে ধুলার সম্বল? আহাহ, যা ছিল গত রাতে, সহায়—সময় কাটাবার। কত আশা, কত স্বপ্ন সাথে হ’য়েছিল আরম্ভ যাহার;– যেতেছিল খুলে যার তরে, কত কাব্য, গাথা, কত গান; হ’তেছিল যারে, হায় ধ’রে শত জন্ম পতন, উত্থান। চির তৃষা, যে মোহ-মদির হ’লো, হায়, উৎসব নিমেষ। হুই দণ্ড হইয়৷ অধীর, ভগ্ন পান-পাত্র মত শেষ। দুই দণ্ডে হ’লে হৃদি-সাজ, আবর্জন,—ব্যবহার পরে। নাহি যদি স্মৃতি, মায়া, লাজ, কেন লোকে, হায়, প্রেম করে। মলয়—সমীর যেও না, যেও ন৷ তুমি, মলয়-সমীর, নিশ্বাসে প্রশ্বাসে তব করিয়৷ অধীর। শত ফুল-রেণু চাপে এ দেহ আবেশে কাপে। ፴ጫ