এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
डूण-१ ফুল; আঁখিতেছি, খুলিতেছি 8i, झोझो আঁধার ঘরে, আঁধার করে, প্রেতের মতন দিবা-নিশি, কে তুই আসিস, কে তুই শ্বাসিস, সঙ্গে আমার রইতে মিশি? অকালে কি গেছিস ম’রে, মনের আশা থাকৃতে মনে? সাহস-হারা, বিরস পারা, উকি-বুকি কোণে কোণে। ভাঙt-চোর, হানা ঘরে কেন রে তোর কিসের মায়া? প্রাণে মর, স্মৃতি-ভরা, কায়t-ছাড়। কায়ার ছায়৷ I বঁাধিতেছি, খুলিতেছি বাধিতেছি, খুলিতেছি বার বার বীণ, বেস্থর যে ঘোচে না গো। চোখে আসে জল। সুরেতে হৃদয়, প্রাণ করে টল-মল; সুরেতে মিলাতে কথা কিছুতে পারি না। বসন্তে ডাকিয় দেছি ফুল-উপহার; বর্ষায় ভিজায়ে দেছি, বুকে রাখি মাথ; শরতে লিখিয়া দেছি কত কাব্য, গাথা; নিদাঘে পারি না দিতে, থাকিতে দেবার। সুরে, শ্বাসে, ত্রাসে, জলে ভেসে গেছে কথা। যে কথার আগা-গোড় ফেলেছি হারাই’, কি ক’রে বুঝাব সেই এলো-মেলে। ব্যথা, ভাবিয়া, হারায়ে দিশে, এ-ও করি তাই।