পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूण १ च्यांग्र घूम च्षांब्र 4? ভয় হয়—কহিও ন কথা, যথেষ্ট পাইয়। এই রূপ। দেখি ব’সে সলিলের লীলা, কাজ নাই জানিয়ে—এ সাগর, কি কূপ। এই পথ দিয়ে গেছে এই পথ দিয়ে গেছে, এখনো যেতেছে দেখা শত শুভ্র দ্রোণ-ফুলে চরণ-অলক্ত-রেখা। এই পথ দিয়ে গেছে, চেয়ে চেয়ে চারি দিকে, এখনো হরিণী চেয়ে, পথ-পানে অনিমিখে। এই পথ দিয়ে গেছে, তুলে ফুল, ছিড়ে শাখী, নাড়া পেয়ে, সাড়া দিয়ে এখনো উড়িছে পাখী। এই পথ দিয়ে গেছে, গেয়ে গেয়ে মৃহ গান, এখনে৷ কঁাপিছে বায়ে সেই গুমু-গুম্ন তান। এই পথ দিয়ে গেছে, ব’সে গেছে নদী-কুলে, গেথে গেছে ফুল-মালা, প’রে যেতে গেছে ভুলে। এই পথ দিয়ে গেছে, কেঁদে গেছে তরু-ছায়, এখনো সে বিন্দু-অশ্রু শিশিরে মিশে নি, হায়। কোথায় যেতেছে চ’লে, কে মোরে বলিয়া দেয়? এ অঞ্জ কে মুছে যাবে, এ মালা কে তুলে নেয়? কি তার মনের কথা, আমি ত বুঝি নে কিছু। কে দেখেছে তার মুখ? আমি যে র’য়েছি পিছু। আয়, ঘুম, আয় আয়, ঘুম, আয়। চেয়ে আছি সারা রাত, বুকে ছুটি দিয়ে হাত; দীর্ঘ-শ্বাসে বুক ভেঙে যায়; অঞ্জ-জল কপোলে গড়ায়।