এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
चक्रग्रकूभांग्न यघ्नांच्ण-4यदतंबलौ অসহ এ নব জাগরণ— জাকুল ব্যাকুল চিত্তাকাশ। ম্পন্দন—কম্পন-আলোড়ন— এ কি আশা, না এ অবিশ্বাস? অপেক্ষায় হৃদয় অস্থির; গড়িছে–ভাঙ্গিছে বারবার— এ কি খেলা মুগ্ধ প্রকৃতির। বারবার মুছেন নয়ান, ক্রমে ছায়া—ক্রেমশঃ আভাস; নাহি জ্ঞান, নহেন অজ্ঞান— সহসা জগৎ পরকাশ। পড়িল গভীর দীর্ঘশ্বাস, এ কি ছঃখ—ন। এ সুখ অতি। বাস্তব—ন কল্পনা-বিকাশ? কামনা-বাসনা মূর্ত্তিমতী। বিস্ময়-বিহবল মহাকবি চাহিয়া আছেন অনিমিখে— সম্মুখে ফুটিছে নব রবি, তারকা ফুটিছে দশ দিকে। মহাশূন্ত পরিপূর্ণ আজি স্বকোমল তরল কিরণে। ঘুরে গ্রহ-উপগ্রহরাজি দূরে—সুরে বিচিত্র-বরণে।