এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী व्ल’८ग्न ७qन-८न च्यांनि-कञ्चनl, মুখে দুঃখে মরণে নির্ভয়, সে অব্যক্ত আনন্দ-বেদন, সেই প্রেম—অনাদি অক্ষয় প্রতিভার নিবর্তন কেন এই শূন্ত অনুভব? কাতরে র্কাদিছে মনঃপ্রাণ। কি অব্যক্ত যন্ত্রণার রব— শ্বাসে শ্বাসে মরণ-আহবান। কোন অমরীর দেবদেহ ছিল মর্ম্মে জড়ায়ে গোপনে— দিয়া শোভা, দিয়া প্রেম-স্নেহ, নাহি দিত বুঝিতে আপনে। চলে’ গেছে অলক্ষ্যে কখন— কি চঞ্চল দেবতার প্রীতি। এ কি সত্য—কল্পনা—স্বপন? ন। এ কোন জন্মাস্তর-স্মৃতি? খুজিতেছি—আকুল নয়ন, আলোকে জগৎ গেছে ভরি’। কোথা প্রেম—স্নিগ্ধ আবরণ! শূন্ত হৃদি ধু-ধু করে পড়ি। কেন তুঃখ—আশা-ভাষা-হীন, স্মৃতি-হীন বিরহ-হুতাশ। কোথা সেই যৌবন নবীন? পড়িছে প্রৌঢ়ের দীর্ঘশ্বাস।