এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
28 অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী সেই চাদ আধ চায়, সেই ফুল ঝরে গায়,, আলোকে আঁধারে সেই দূরে জড়াজড়ি। তোমার কোমল স্পর্শে পাষাণ মুঞ্জরে হর্ষে— সহস্ৰ নয়ন পরে দাড়ায় উর্ব্বশী। কিব। মুখ অভিরাম, কিবা কম্বুকণ্ঠ-ঠাম। মুরছিয়া পড়ে কাম উরস পরশি। কোথা উষা অচঞ্চল, নির্জন মন্দার-তল, কোথা মন্দাকিনী-জল—তরল আরসী। তোমার করুণ শ্বাসে কাদে প্রাণ কি উচ্ছাসে। জগৎ মুদিয়া আসে শুনে সে বঁাশরী। স্বর পায় কিবা স্বর— আশা-ভাষা শত-চুর। মুগ্ধ-প্রাণ দেবাস্থর স্বধ। পান করি’। ধরা ফুলে ফুলময়, যমুনা উজানে বয়, রমণী ৰরিতে থায় ভরিতে গাগরী। তোমার নয়ন-রাগে কি নব-বসন্ত জাগে। মুঞ্জরিয়৷ উঠে দেহ, গুঞ্জরিয়া মন ক্ষুদ্র কথা, তুচ্ছ মতি লভে কি তড়িৎ গতি— যেন মূল পরাকৃতি বেড়ে ত্রিভুবন।