পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

મય ની હૈં আপনে আপনি লিখে* চেয়ে থাকে অনিমিখে, জগতে চেতন দিয়ে নিজে অচেতন। দেবী, তোমারি চরণ-মূলে আছি আমি বিশ্ব ভুলে’। আমারে না হেরে’ রাধ। কাদে উভরায়। শকুন্তল। নিত্য আসি’ হেরে মম রূপরাশি। রত্নাবলী লতা-ফণসী গলে দিতে যায়। মহাশ্বেত। আমা তরে চির ব্রহ্মচর্য্য করে। সাবিত্রী আমারে ধরে” যমেরে তাড়ায়। তোমারি বিরহে কাদি’ মেঘে আমি কত সাধি, খুজি কত পদ্মবন, ডাকি দেবগণে। চাদে ফিরে ফিরে’ চাই, মলয়ে আভ্রাণ পাই, বাহুভ্রমে ছুটে যাই লতা-আলিঙ্গনে। শক্রধম হেরি’ ক্রোধে ধরি ধম্ন দৈত্যবোধে; অৰ্দ্ধ-বস্ত্র শনি-গ্রস্ত ভ্রমি বনে বনে। মূৰ্ছাস্তে চমকি চাই, বায়ু বলে নাই—নাই, পতি-নিন্দা-শোকে সতী ত্যজেছে ভূতল স্কন্ধে ল’য়ে মৃতদেহ, বুকে ল’য়ে প্রেম-স্নেহ— ত্রিভুবনে নাহি গেহ–ছুটিছে পাগল। S&