পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*चध ६ एब्बध्नौ % জীবনের এ সঙ্গীত পবিত্র ভীষণ— ডাকিতেছে জনে জনে গজি অমুক্ষণ। তবু নর, এ কি ভ্রান্তি, ল’য়ে ক্ষুদ্র কড়াক্রান্তি, ল’য়ে ক্ষুদ্র দ্বেষ গর্ব্ব, সদা জ্বালাতন। যেন মত্ত দৈত্য সবে মাতিয়াছে রণোৎসবে— দেব-নর-রক্তে বিশ্ব রক্তিম বরণ! কুল-কুণ্ডলিনী মা গো, উঠ—উঠ, জাগো—জাগে, এস—এস সহস্রারে, রক্ষ’ ত্রিভুবন। এস রণে, কপালিনী— কালভয়-নিবারিণী। মুক্তকেশী, উলঙ্গিনী, পদে ত্রিলোচন। জীবনের এ সঙ্গীত পবিত্র ভীষণ। ३. জীবনের এ সঙ্গীত পবিত্র মধুর— বেহাগে আলাপে কার বঁাশরা সুদূর। আবেশে অবশ প্রাণ, মুদে আসে ছ’ নয়ান, ঘুমে আলু থালু ধরা–সোহাগে বিধুর। পাপিয়া ডাকিয়া সার, যমুনা আপনা-হার, কানন কুসুমে ভরা, পবন মেছর। এ অলস-জাগরণে পড়িয়া পড়ে না মনে— দেখি-দেখি-দেখি-না সে বদন বঁধুর। ya