এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
& প্রার্থনা হঃখী বলে,—“বিধি নাই, নাহিক বিধাত; চক্র সম অন্ধ থর। চলে।” সুখী বলে,—“কোথা হুঃখ, অদৃষ্ট কোথায়? ধরণী নরের পদতলে।” জ্ঞানী বলে,—“কার্য্য আছে, কারণ দুজ্ঞেয়; এ জীবন প্রতীক্ষণ-কাতর।’ ভক্ত বলে,— ‘ধরণীর মহারাসে সদ। ক্রীড়ামত্ত রসিক-শেখর।” ঋষি বলে,—"প্রুব তুমি, বরেণ্য ভূমান।” কবি বলে,—“তুমি শোভাময়।” গৃহী আমি, জীবযুদ্ধে ডাকি হে কাতরে,— ‘দয়াময়, হও হে সদয়।” পিতৃহীন এখনো নিঙ্কিত, পিতা। এল সন্ধ্যা হ’য়ে, কত ক্ষণ ঘুমাইবে অণর? করিবে না। সন্ধ্যাহিক? গঙ্গেশদক ল’য়ে রাখিয়াছি শিয়রে তোমার। উঠ, দেখ চেয়ে, দেছি গবাক্ষ খুলিয়া, স্বর্য্য ওই বসেছেন পাটে; মেঘ হ’তে মেঘে আলো পড়িছে ঢলিয়া, অন্ধকার জমিতেছে মাঠে।