পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१३ 之哥目 ৩য়। অক্ষয়কুমার বড়াল-গ্রস্থাবলী শিহরিল দেহ, উথলিল স্নেহ, জাগিল হৃদয়ে কোন দূর গেহ, কবে সেই প্রাণ-দান। চারি দিকে চায় আকুল-হৃদয়, হাসিতে বঁাশীতে ধর। মধুময়; কার কথা যেন মনে হয়—হয়, তবুও হয় না মনে। পথ-পানে চেয়ে সে যেন এমনি যাপিছে জীবন পল গণি’ গণি’, চোখে কত কথা, বুকে কত ব্যথা, কোলে মাল। অযতনে— তবুও হয় না মনে। এস, প্রিয়সখী, তিথি অনুকুল, আশা-পিপাসায় প্রাণে কত ভুল। কত গাহি গান, কত তুলি ফুল— মজিয়া তোমার ধ্যানে। সেই সুখে সাধে, সেই প্রেমে লাজে, দাড়াও—দাড়াও এসে ধরামাঝে। এস প্রতিপলে, এস প্রতিকাজে, এস মনে, এস প্রাপে। ঘুচাও বিষাদ শোক পাপ তাপ, নর-জীবনের চির-অভিশাপ— তোমার প্রণয়-দানে। এস প্রেমময়ী, এস সুমঙ্গলে, ডাকিছেন মাত ল’য়ে দূর্ব্বাদলে; সখীরা ডাকিছে গানে,— এস মনে, এস প্রাণে।