পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

史8 অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী গলে নীহারিকা-মালা, করে সপ্তঋষি-বালা, রাশিচক্র-মেখলার কি ক্রীড়া মঙ্গল। জলদ চরণ-তলে কাদিছে মঞ্জীরচ্ছলে; বনানী-বসনপ্রাস্তে—চিত্র ঝল-মল | অপুর্ব্ব অপুর্ব্ব দৃশু। সন্ত্রমে প্রণমে’ বিশ্ব, দেবতা আশিস-ছলে বরষে শিশির। নদীমুখে কল-গীতি, সমুদ্র-হৃদয়ে স্ফীতি, অগুরু-চন্দন-ধূপে অলস সমীর। ঘরে ঘরে দীপ জ্বলে— পুলিনে, তুলসী-তলে, যেন শত চক্ষু মেলে’ হেরিছে ধরণী। মন্দিরে মঙ্গলারতি, বাল পুজে সন্ধ্যাসতী, পুরনারী ভক্তিভরে করে শঙ্খ-ধ্বনি। এস, প্রিয়া—প্রাণাধিক, জীবন-হোমাগ্নি-শিখ। দিবসের পাপ-তাপ হোক হতমান। ওই প্রেমে—প্রেমানন্দে, ওই ম্পর্শে, বাহু-বন্ধে, আবার জাগুক্ মনে,—আমি যে মহান, ७q८कश्वब्र, टाचिडीब्र, डरबञ्च-●यंथांन!