এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ध्वंध ६ जयांहवांन ર૮
. खञांश्वांब्ध
%
হের, প্রিয়া, এই ধরা— তরু-লতা-পুষ্প-ভরা,
গিরি-নদী-সাগর-শোভনা—
নগ্ন দেহে, মুক্ত প্রাণে চাহিয়৷ আকাশ-পানে;
নাহি লজ্জা, নাহিক ছলনা।
হের, ওই মহাকাশ— ল’য়ে মেঘ রাশ রাশ,
লইয়া আলোক অন্ধকার— কি গাঢ় গভীর সুখে পড়িয়া ধরার বুকে;
নাহি ঘূণা, নাহি অহঙ্কার।
শিরে শূন্ত, পদে ভূমি, মধ্যে আছি আমি তুমি—
কল্প-কল্প বিকাশ-বারত!
আছে দেহ–আছে ক্ষুধা, আছে হৃদি—খুজি সুধা,
আছে মৃত্যু—চাহি অমরত!
আছে তুঃখ, আছে ভ্রান্তি, আছে সুখ, আছে শ্রান্তি, আছে ত্যাগ, আছে আহরণ;
তুমি সাগরের প্রায় পারিবে কি ঝটিকায়
উঠিতে পড়িতে আমরণ?
আজি করে কর দিয়া বুঝিছ আমারে, প্রিয়?
বুঝিছ কি মনঃপ্রাণ সব? নহে মৃৎ, নহে শূন্ত, নহে পাপ, নহে পুণ্য,~–
আত্মায় আত্মার অনুভব।
백-8