পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अकब्रकूबांब्र बङ्गांण-4यंऋांवलौ স্বৰ্গ-মর্ত্য ভুলে থাকি তোরে কোলে নিলে— দেখ—দেখ, সিকি ছুটে ফেলে বুঝি গিলে। তুমি বসস্তের ফুল, বসন্তের পিক, তোমার স্ববাসে গানে মুগ্ধ দশ দিক। তুমি দেবতার শ্বাস—মলয় নির্ম্মল; তুমি শরতের জ্যোৎস্না—অমরী-অঞ্চল। ছাড়–ছাড়, হুক ছাড়, কি বিষম টান— এই বার লঙ্কাকাগু করে হনুমান। তুমি অতীতের স্মৃতি, ভবিষ্যের আশা, চপল জীবনে তুমি অচল পিপাসা। দম্পতির নিত্য-নব প্রেম-অনুরাগ তোমার সঙ্গীল স্পর্শে সতত সজাগ। ধর—ধর, হতভাগা কিছু নাহি বুঝে, সিড়ি হ’তে পড়ে বুঝি ঘাড়-মুখ গুজে। দেহ পারিজাতে গড়া, চক্ষে ধ্রুবতার, চরণে ললিত গতি—মন্দাকিনী-ধারা। মুখে পুর্ণিমার শশী—কলঙ্ক-বিহীন; অধরে অরুণ-হাসি, ভাষে বাজে বীণ। পরশে সোহাগ-রাগে রোমাঞ্চ শরীরে— কি জ্বালা। চাদরখানা দাতে করে ছিড়ে। তোমারে ধরিতে কোলে, করিতে চুম্বন, বাছ বাড়াইয়া আছে দিগঙ্গনাগণ। অস্ত যায় রক্তরবি—তবু চায় ফিরে’, খেলিতে তোমার কম-কমল-শরীরে। কত গন্ধ, কত গান দেয় বায়ু আনি’— কুকুরের কাণ ধরে এ কি টানাটানি।