পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

च्यचकब्रकूभांब्र यफॉण-4यशांवली ন। হেরিয়া প্রতিদ্বন্দ্বী, মত্ত রণোত্মাদে, দ্বারে শক্র অনুমানি করে মুষ্ট্যাঘাত— আচম্বিতে করপদ্মে হেরি’ রক্তপাত, বীর-সহ সৈন্তগণ উচ্চৈঃস্বরে কাদে। গৃহিণী দিলেন আসি ঘা-কত অবাধে; ব্যথায় ফোপায় বাছা শুয়ে সারা রাত। মাণিক পাচ বছরের আমি, হঁ্যাগ। বড় মামী, আর কী বছর পরে বড় হ’ব আমি? বড় হ’লে দেখো তুমি, আমি ও মহিম ছ’ জনে ঘোরাব সুধু সোনার লাটিম! ইচ্ছে হয় পাঠশালে যাব, বা যাব না, করিবে না “শ্রামা’ আর পিছনে তাড়ন। বই ছিড়ি, কালি ফেলি, হারাই পেন্সিল, মারিবে না দাদা আর ঘাড় ধরে কীল। দেখে। তুমি—বড় হ’লে স্থধু খাব মুড়ি, ওড়াব সকাল হ’তে ছাদে বসে’ ঘুড়ি। হাত ভাঙ্গি, পা ভাঙ্গি, ছাদ হ’তে পড়ি— চেচাবে না বাবা আর অত রাগ করি’। খাই আর না-ই খাই, বড় হ’লে মা— জোর করে ঘাড় ধরে ভাত খাওয়াবে না। কাদা মাখি, ঢেলা ছুড়ি, করি মারামারি— লাগাবে না ভয়ে কেউ আমাদের বাড়ী। বড় হ’লে দেখে নিও, পিসিম কেমন মেনিরে তাড়ায় রেগে যখন-তখন।