এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী কেহ দেছে মঠ, কেহ দেছে ভূপ, কেহ দেছে সরঃ, কেহ দেছে কুপ, কেহ দেছে ধ্যান, কেহ দেছে ৰূপ, কেহ দেছে;হোমানল। কেহ দেছে বক্স কেহ দেছে সেতু, কেহ দেবালয়, কেহু চুড়ে কেতু, কেহ দেছে তর্ক, কেহ দেছে হেতু, কেহ পথে তরুদল। কেহ দেছে হল, কেহ ধনুর্ব্বাণ, কেহ রণপোত, কেহ বা কামান, কেহ বা ভেষজ, কেহ বা বিধান, কেহ গ্রহ-ফলাফল। উঠ মা—উঠ মা, ফিরা’ আঁখি ছটা। কত স্বর্গ তোর রাঙ্গ পায়ে ফুটি। আমর। হেরি না আমাদের ক্রটী— লুঠি পর-পদতল। ब्रदीढग्ननांथं [ ১২৯৭ ] দূরে—মেঘ-শিরে-শিরে পুরব আকাশে ফুটে স্বর্ণরেখা সম প্রভাত-কিরণ। . তরুলত নতমাথা—ডাকে পুষ্পবাসে, বিহঙ্গম কলকণ্ঠে করে আবাহন। শিথিল পাণ্ডুর শশী মেঘখণ্ড পাশে, পলাইছে নিশীথিনী ধুসর-বরণ। ঝরণা ঝরিছে দূরে, বায়ু মৃছ শ্বাসে, পাটল তটিনী-বক্ষে আলোক-কম্পন।