শঙ্খ: পঞ্চদশ বর্ষ গত w®ጫ ফুটিছে হিমাদ্রি-শৃঙ্গে হিরণ্য-কুসুম। মেখলায় উঠে স্তোত্র উদাত্ত গম্ভীর। তীরে তীরে জাহ্নবীর পল্লব-কুটার— অঙ্গনে দোহন-গন্ধ, চুড়ে যজ্ঞ-ধুম! অৰ্দ্ধ-নিদ্রা-জাগরণে ধর স্বৰ্গচ্ছবি— জীবনে স্বপন-ভ্রম, ফুটে রবি—কবি। পঞ্চদশ বর্ষ গত পঞ্চদশ বর্ষ গত। কে জানে এমন বিধির লিখন—দাসত্বে হইব রত। এত খচমচ এ জমা-খরচ, হিসাব-নিকাশ দায়; ব্যাজে, খতীয়ানে, কণ্ঠাগত প্রাণে—জীবন যাপিব হায়। পঞ্চদশ বর্ষ গত। কি হ’ল পড়িয়া মাথে হাত দিয়া কাব্য উপন্যাস শত? কিব৷ আজি হয় তদ্ধিত প্রত্যয়, কিসে লাগে সে সমাস? ফরাসী-বিপ্লব লণ্ড-ভণ্ড সব, রোম-গ্রীস ইতিহাস। পঞ্চদশ বর্ষ গত। আজি মনে হয় সেই বিদ্যালয়, প্রিয় সহপাঠী যত; সেই ব্যাটু বল, ঝাউবৃক্ষতল, কত কথা কাণে কাণে, সেই হাসি-খুসি, সেই ঘুসা-ঘুসি, তুচ্ছ হুঃখে অভিমানে। পঞ্চদশ বর্ষ গত। ভূস্বামী নবীন আজি গৃহ-হীন, ফিরিছে কাঙ্গাল মত; দীর্থ মামলায় সর্ব্বস্বাস্ত হায়, পথে ঘাটে থাকে পড়ি', আহার অভাবে ছেলেগুলা যাবে ই চারি দিবসে মরি’।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।