भष्धं: छश्र ७ श्रृंj
পঞ্চদশ বর্ষ গত।
মৃত জগদীশ, গা-ঢাক সতীশ, শিরীষ সীমান্তে হত।
ডেপুটী সুরেশ, মাষ্টার নরেশ, পরেশ পোড়ায় পাজ,
ংগ্রেসে হরি, পাশায় ঈশ্বরী, প্যারী থিয়েটারে রাজ।
পঞ্চদশ বর্ষ গত। ক্ষিপ্ত বনমালী, বিপত্নীক কালী লয়েছে সন্ন্যাস-ব্ৰত;
বিধু পদ্য লেখে, নিধু গান শেখে, সিধু পত্র-সম্পাদক; যছ জুয়া খেলে’ অধমণ-জেলে, মধু ধৰ্ম্ম-প্রচারক।
পঞ্চদশ বর্ষ গত।
শনিবারে দেশে, সোমবারে এসে মসৗযুদ্ধ অবিরত।
‘মেসে’ থাকি খাই—দালে মুন নাই, ঝোলে মাছ যায় ভেসে, কাপড় হারায়, তামাকু ফুরায়, খরচ মেলে না শেষে।
পঞ্চদশ বর্ষ গত।
বরষে বরষে গৃহিণী হরষে প্রসবিছে কন্যা যত। তবু নহে ভীত। সৰ্ব্বস্ব বিক্রীত, ঋণে অন্ধকার হেরি— বেয়ানের রাগে প্রাণে ধৰ্ম্ম জাগে, কমণ্ডলু ল’তে দেরি।
ভাবিতেছি অবিরত,—
কোন তপস্যায় লভি পুনরায়, যে বাল্য বিফলে গত। দিও বেত্ৰাঘাত, পড়া শত পাত, সমস্ত জ্যামিতিখান; বিন নেত্রজলে দাড়াইব ‘হলে’, ধরি’ নিজ দুই কাণ।
জন্ম ও মৃত্যু
ওই সদ্যোজাত শিশু-বৃস্তচু্যত ফুল, শুইল ধরণী-অঙ্কে হয়ে নিদ্রাকুল; বারেক মেলিল আঁখি, ফেলিল নিঃশ্বাসকত জন্ম-পরিচয় মুহুর্তে প্রকাশ।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
