এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী মরণ শিয়রে বসি’ গায়ি মৃত্যু গান, আদরে যতনে দিল ঢাকি হ’ নয়ান। শোকে হুঃখে ভূমে পড়ি মূৰ্ছিত জননী— শুনিছে কি ধরাপ্রান্তে নুপুরের ধ্বনি। হে মায়াবী, দাড়াইয়। বৈতরণী-কুলে, কি ভাৰিছ মনে মনে আঁখি ফুট তুলে’? আলু-খালু মতিচ্ছন্ন। ছুটে উৰ্দ্ধশ্বাসে— কাতর আহবান তোর শুনে কি বাতাসে? শিশু-হারা Ş হ। বিধি, কেন রে করিলি তারে চুরি। অভাব কি হয়েছিল স্বরগে মাধুরী? ভরিতে কাহার বুক হরিলি আমার সুখ। তার সেই হাসি-মুখ চাদে নাহি দিলে— যেত কি রে সব আলো নিবিয়া অখিলে? বুকখান ভেঙ্গে’-চুরে’ কার বুকে দিলি জুড়ে’— আমার সে বুকে বাধা বাহু ছটা তার? ছিড়েছিল কোন শাখা কল্প-লতিকার। আমারে করিয়া অন্ধ, কারে দিলি সে আনন্দ? কোন স্বর্ণ-হরিণীর অন্ধ শিশু ছিল— সেই কুট টান চোখে মায়েরে হেরিল।