এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
38 অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী আঁধারে হুঃস্বপ্ন সম কি দীর্ঘ জীবন মম— কারে কি সাস্বনা দিব, কে দিবে আমায়। বুঝেছি কপাল মোর, তবু ঘুচে নাই ঘোর— ভাবিতে—ভাবিতে কতু সব ভুলে’ যাই। রজনী গভীর। হেন, তবু সে আসে না কেন— সহসা চমক ভাঙ্গে, তবু দ্বারে চাই। আবার মুদিয়া আঁখি কত কি ভাবিতে থাকি— মৃতের এ ধরাতল দেখিতে কি আসে? কোথা হ’তে সে যদি রে সহসা আসিয়া ফিরে— আঁখি-যুগ ঢাকে করে, বসে হেসে পাশে। বলে বসে’ গতকথা, বাধে গলে বাহুলতা, বলে চুম্বি”—দেহ-অস্তে হইবে মিলন। বলিবে কি এখনো রে ভুলিতে পারে নি মোরে— মরণেও আছে তার জীবন-বন্ধন। কেবা দেয় সে বিশ্বাস– মৃত্যু পরে স্বৰ্গবাস, এ সংসার কর্ম্মভূমি—স্বর্গের সোপান। পাপ হ’তে কেব। রাখে? পুণ্য-পথে কেবা ডাকে? কোথ! এ দুঃখের শেষ—কোথ। ভগবান।