श्रंथ: भोङ्घइँौन। 8& মাতৃহীন জীবনের পঞ্চমাঙ্কে, হে নট নবীন, কি নুতন অভিনয় দেখাইবে আর। ঘনায়ে আসিছে সন্ধ্য, অদৃষ্ট কঠিন, টানিছেন কর্ম্মসূত্র—প্রকৃতি র্তাহার। নড়ে নীল যবনিক, আকাশ মলিন, ধূসর ধরণী-পানে চাহি বার বার। প্রণয় বন্ধুত্ব স্নেহ–আস্বাদ-বিহীন, মুখ হুঃখ পাপ পুণ্য-শূন্ত–শূন্তাকার। কেন এ কাতর দৃষ্টি-মায়ার বন্ধন? মুমূষু জীবনে তীব্র মদিরা-তাড়ন। কেন এ অফুট ভাষা–করুণ ক্রন্দন? বিয়োগান্ত নাটকের অব্যক্ত বেদন। কেন এ সরল হাসি, সহাস চুম্বন? আবার জাগ্রত-স্বপ্ন—ভবিষ্য কল্পনা। মাতৃহীনা ধূলায় বসে কাদিস কেন, আয় রে বাছ, বুকে আয়— যেমন ধীরে চাদের হাসি পড়ে ভাঙ্গ। প্রাসাদ-গায়। আয় করুণ, নয়ন মুছে, বুকে আমার ছুটে আয়— সাঝে যেমন দখিণ-বায়ু গহন বনে লুটে যায়। সারাটা দিন আছি বসে’ মরুর মতন প্রতীক্ষায়— ছ’কুল-ভরা নদীর মতন উছলে উছলে আয় রে আয়। স্থলে’ ফুলে’, বাছ তুলে’, আয় রে কোলে, মা আমার! উথলে হৃদয় আছড়ে পড়ক, ফেলুক ভেঙ্গে’ বুকের হাড়। পাতলা ঠোঁটে ঠোটে-টেপা হাসিটা তোর উঠুক ফুটে – মেঘের কোলে, সাগর-জলে উষার কিরণ পড়ক লুটে।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।