এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী এ আনন্দ-মহোৎসবে— মধুর বঁাশরী-রবে বিষন্ন হৃদয়। এত হাসি, ফুলরাশি– তবু আঁখিজলে ভাগি, কত মনে হয়। মনে হয়,—সংসারের শত সুখ-দুঃখ ফের— তরঙ্গ ভীষণ; কত কষ্ট, কত ব্যথা, কত ছলা, কুটিলতা, কতই পীড়ন। বৃথা মনে মনে ডরি, রাখিতে পারি না ধরি’— উঠে হুলুধ্বনি। হৃদি-অন্তঃপুর হতে সহস্ৰ নয়ন-পথে দাড়াও, বাছনি। . জগতের আলোরাশি পড়ক মুখেতে আসি। দয়া মায়া ভুলি’— কঠোর জগৎ-মাঝ, কঠোর কর্ত্তব্য-কাজ দিনু হাতে তুলি’ ৷ এ পুত মঙ্গল বেশে বারেক অঙ্গনে এসে দাড়াও, দম্পতি। হের—সুপ্ত নীলাকাশে, মান চন্দ্রমার পাশে শুদ্ধ শাস্ত সতী— কি স্নেহ-আকুল প্রাণে চাহে তোমাদের পানে সজল নয়নে। অধরে কম্পিত হাস, অশ্রুত আশিস-ভাষ। প্রণম’ ছ’ জনে। বাধিতে নুতন ঘর যাও, বাছা, অতঃপর। বাধ’ বুকে বল। লও সুখ, লও সাধ, লও পিতৃ-আশীর্ব্বাদ ভরিয়া আঁচল। 1 r.