পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শঙ্খ ঃ হেমচজ বসন্তে কেমন ভেঙ্গে পড়ে বুক, আলোকে জগৎ গিয়াছে পুরে’! সবাই বলিছে আসিছে—আসিছে, কোথা তুমি, নাথ, জগৎ দূরে। বরষায় হৃদি অতি গুরুভার, মেঘে মেঘে গেছে আকাশ ভরি’— এস গো স্বামিন—এস গে। বাহিয়া মরণ-সাগরে সোনার তরী! এস তুমি নাথ, জন্মান্তর-ছায়া, বারেক দেখিব নয়ন ভরি’। বারেক র্কাদিব চরণে পড়িয়া— যে ছুটী চরণ স্বপনে গড়ি। হেমচন্দ্র [ ه لات۷د ] হে কবি, হে পুজ্য কবি, চির-হঃখিনীর ভক্তিমান কীর্ত্তিমান কৃতজ্ঞ সন্তান। অন্ধ নেত্র—আজীবন ঢালি’ নেত্রনীর— ক্রীতদাসী জননীর হেরি’ অসম্মান। অক্ষরে অক্ষরে তব হৃদয়-রুধির কি গৌরবে মহাযজ্ঞে করিছে আহবান নিরাশ নিভীক আজ—বিশ্বাস গভীর, অন্ধ বর্ত্তমান হেরে ভবিষ্য মহান। হে দরিদ্র, একদিন ক্ষোভে শোকে তুখে আলোড়িলে জীবনের উদ্দেশ্য অতল। হে জয়ন্ত, তৰ যশোমুকুট-মযুখে জটিল কর্ত্তব্য আজ সরল উজ্জল। ●>