পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●: y ii

  • .

t অক্ষয়কুমার বড়াল-গ্রস্থাবলী স্বর্ণ-সিংহাসনে নৃপ ফু দিন জীবনে— চির-প্রতিষ্ঠিত তুমি বঙ্গ-হৃদাসনে। ঈশানচন্দ্র মথিয় কবিত্র-সিন্ধু বঙ্গ-কবিগণ লইল বাটিয়া সুধা, অমরী-বিভব। রঙ্গলাল নিল শশী—নির্ম্মল কিরণ, নিল ঐরাবতে মধু—দ্বিতীয় বাসব; হেম নিল উচ্চৈঃশ্রবী—গতি অতুলন, নবীন ধরিল বক্ষে কৌস্তুভ তুলভ; বিহারী—করুণা-লক্ষ্মী—করুণ-লোচন, রবি নিল পারিজাত—ত্রিদিব-সৌরভ। তুমি মস্থনের শেষে আসিলে, যোগেশ, উঠিল তোমার ভাগ্যে ভীষণ গরল। কালকূট-কটুগন্ধে স্থষ্টি হয় শেষ, স্বর নর যক্ষ রক্ষঃ আতঙ্কে বিহবল ৷ প্রজাপতি যুক্তকর—রক্ষ’ বিশ্ব-প্রাণ, মূর্ত্তিমান প্রেম-মন্ত্র—সাক্ষাৎ ঈশান। নিত্যকৃষ্ণ বস্থ [ ১৩• ৭ ] হে নিত্য, অনিত্য সব—সকলি হ’ দিন। সেই প্রেম-প্রীতি-স্নেহ-করুণ অস্তর, দারিদ্র্যের মৃহ গর্ব্বে চরিত্র সুন্দর, স্বভাবে সরল অতি, কর্ত্তব্যে প্রবীণ।