এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
મધ્ય : શાહના st
এ কি জীবনের ব্যাখ্যা—মরণের পথে । দেখি নি—ভাবি নি কতু, এত ভালবাসা তৰু
জীবনে মরণে আছে জড়ায়ে জগতে ।
প্রার্থনা
ভগবন—ভগবন, এই শেষ নিবেদন
চরণে তোমার—
করেছি অনেক পাপ, সহেছি অনেক তাপ
লইয়া সংসার ।
এই মায়া মোহ ক্লেশ এইখানে হোক শেষ, তুমি যেন আর—
একটা একটা করি’, স্তায়-তুলাদণ্ড ধরি’ ক’রে না বিচার ।
আজি—বহু দিন পরে ভ্রান্ত পুত্র ফেরে ঘরে, তুমি পিতা তার—
সব অপরাধ ভুলে’, লও—লও বুকে তুলে’ আগ্রহে আবার ।