এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
-
শঙ্খ: প্রভাতে
কাপে বায়ু ফুলবাসে, মনে হয় সে নিঃশ্বাসে— কাছে বুঝি আসে-আসে—চমকিয়া উঠি।
তরুতলে পড়ে’ ছায়া,
মনে হয় তার কায়া— গিয়া দেখি আলো-মায়া—মিছা ছুটাছুটি।
শুনি দূরে ডেকে কা’য়, কে কেঁদে চলিয়া যায়— কাছে গিয়া দেখি, হায়, বহে নিঝরিণী।
কাহারো নাহিক দেখা, কুলে নাহি পদ-রেখা— আমি স্থধু ঘুরি এক, কোথা বিরহিণী।
কোথা তুমি, কত দূরে, কোন স্থর-অন্তঃপুরে— স্বর্ণমেঘ ঘুরে ঘুরে রাখে কি আড়ালে? ফুলে ছেয়ে দেছে দিক, গাছে গাছে ডাকে পিক, কত শশী অনিমিখ চায় চক্রবালে |
আমি দুখে অভিমানে, চাহিয়া আকাশ পানে, বৃথায় কাতর প্রাণে ডাকি কি তোমায়?
সজল নয়ন-আগে কেন ইন্দ্ৰধন্থ-রাগে
তোমার বদন জাগে স্বপ্ন-সুষমায়।
তুমি কি জীবনে ভুলে’ কখন গবাক্ষ খুলে’
দেখ নি বাতাসে হলে কত দীর্ঘশ্বাস–