এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শখ ৪ প্রদেশবৈ অধি-অtথ স্বপ্ন-ভরে কতু কর পড়ে করে, প্রাণে পড়ে প্রাণের নিঃশ্বাস— শিরায় শোণিত-ধার স্বরে তালে দেয় সাড়া, হৃদে হৃদি—জীবনে বিশ্বাস। প্রদোষে রজনী রে, কি কাব্য লিখিছ তুমি তারকা-অক্ষরে, আকাশের পরে। সার। রাত চেয়ে থাকি ওই শূন্ত পানে নিশ্চল নয়ানে। যেই আশা, যে পিপাসা, যেই ভাষা, ভালবাসা বুঝিতেছি মর্ম্মে মর্ম্মে স্বপনে সঙ্গীতে— কথায় না ধরা যায়, বুঝাতে না পারি, হায়, চাহি চারি ভিতে। সেই কথা, সেই ব্যথা, সে আকুল-নীরবতা, সেই স্থখ, সেই মুখ, বায়ু ঢুলু-ঢুল, নদী কুলু-কুল, সেই পরিচিত ঘর, সেই প্রিয়জন, পর, সেই ফুল, সেই ভুল, বিরহ মিলন, সেই হাসি, সেই বঁাশী, কল্পনা স্বপন,— সেই চোখে ঘোর-ঘোর, সেই প্রাণে ভোর-ভোর, অক্ষরে অক্ষরে তোর কেমনে উছলে এ আকাশ-তলে।