এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শঙ্খ ও লিঙ্গীথে দূর হতে দেখিতেছে করুণ দৃষ্টিট তব— পলকে পলকে ফুটে কত শোভা নব নব। জান আর নাহি জান, শত বাহু বাড়াইয়া— আকুলি’ ব্যাকুলি’ হৃদি তোমারে ডাকিছে, প্রিয়! তরঙ্গে তরঙ্গে বিস্ব—আলোকে আঁধারে মেলা, ছায়। নিয়ে— মায়া নিয়ে এ জীবন-প্রেমখেল। 8 দাড়াও, অভেদ আত্মা! পরলোক-বেলাভূমে, বাড়ায়ে দক্ষিণ-কর মৃত্যুর নিবিড় ধুমে। জগতের বাধা-বিঘ্ন জগতে পড়িয়া থাক, নীরবে সৌন্দর্য্য-মাঝে কবিত্ব ডুবিয়া যাক। দেখেছি তোমার চোখে প্রেমের মরণ নাই, বুঝেছি এ মরভূমে মত্ত ব্রহ্মানন্দ তা-ই। তারকায় তারকায় হা-হা করে” তোমা তরে ছুটিতে না হয় যেন আবার মরণ-পরে। এ মৃত্যু কি শেষ মৃত্যু—যন্ত্রণার অবসান? ধর এ জীবনাহুতি—বিরহের শেষ গান। সমাপ্ত