সম্মাদকীয় ভূমিকা অক্ষয়কুমার নিষ্ঠাবান গৃহী, সন্তান-বৎসল ও অতিশয় পত্নীপ্রেমিক ছিলেন। ইহার নিদর্শন তাহার কাব্যগ্রন্থাবলীতে ছড়াইয়া আছে। ১৩১৩ বঙ্গাব্দের ১৯এ মাঘ তাহার পত্নীবিয়োগ হয়। মৃত সহধর্মিণীকে কেন্দ্র করিয়া অক্ষয়কুমার এই ‘এয’ কাব্যখানি রচনা করেন। ১৩১৯ সালের শ্রাবণ মাসে (১৯১২ খ্রী:) ইহা পুস্তকাকারে প্রকাশিত হয়। পৃষ্ঠা-সংখ্যা ছিল ১৬৭। প্রকাশের সঙ্গে সঙ্গেই কাব্যখানি অতিশয় জনপ্রিয় হওয়াতে বৎসর শেষ হইবার পূর্বেই প্রথম সংস্করণ নিঃশেষিত হয়। ১৩২০ সালের ভাদ্র মাসে ইহার দ্বিতীয় সংস্করণ বাহির হয়। মনস্বী বিপিনচন্দ্র পাল এই সংস্করণে “পরিচয়” অধ্যায়টি লিখিয় দেন। দ্বিতীয় সংস্করণের পৃষ্ঠাসংখ্যা ১৭৫। আমরা এই গ্রন্থাবলীতে বিপিনচত্রের সমগ্র “পরিচয়” সহ এই দ্বিতীয় সংস্করণটিই পুনমুদ্রিত করিলাম। ইহাই গ্রন্থকারের জীবিতকালের শেষ সংস্করণ। এষা' কবির জীবনের শেষ গ্রন্থাকারে প্রকাশিত কাব্য। ১৩২৬ বঙ্গাব্দের ৪ঠা আষাঢ় (১৯ জুন ১৯১৯ ) কবির মৃত্যু হয়। “এষা’র দ্বিতীয় সংস্করণ তখন নিঃশেষিত। স্বজাতীয় কবির প্রতি অকৃত্রিম শ্রদ্ধাবশত ডক্টর নরেন্দ্রনাথ লাহা এষা’র তৃতীয় সংস্করণ প্রকাশ করেন। কবির মৃত্যুর পরে ৪ঠা আশ্বিন ১৩২৬, (২১ সেপ্টেম্বর, ১৯১৯ ) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের সভাপতিত্বে বঙ্গীয়-সাহিত্যপরিষদে অনুষ্ঠিত স্মৃতিসভায় ডক্টর লাহা “e/কবিবর অক্ষয়কুমার বড়াল ও র্তাহার কাব্য-প্রতিভা” শীর্ষক একটি দীর্ঘ প্রবন্ধ পাঠ করেন। তৃতীয় ংস্করণে বিপিনচন্দ্রের “পরিচয়ে”র সঙ্গে সেটিও সম্পূর্ণ যোজিত হয়। এই প্রবন্ধে চমৎকারভাবে ‘এষা’র সৌন্দর্য বিশ্লেষিত হইয়াছে। আমরা এখানে তাহা হইতে কোনও কোনও অংশ উদ্ধৃত করিতেছি: “चक्रग्रकूयाद्द्रव्र '&शैभ’ ‘कनकांक्षणि' ‘डूण' ‘भएष' ॐशब कक्-ि अंउिठांब चनाशांछ भब्रिकग्न शांeा बाब बt; क्रूि '७षां'tङहे फॅशब्र রচনা-মাধুর্ঘ্যের ও কবিত্বের পূর্ণ বিকাশ ও পরিণতি লক্ষিত হয়। পুত্র, ৰন্ত, স্বামী, স্ত্রী বা আত্মীয়-বিয়োগের ফলে বঙ্গসাহিত্য যে সমস্ত গল্প ও পষ্ঠ রচনা चांद्म। चणङ्गडि इऎक्षीष्, 'sषा' स्रावि विश्ा भूत्रॆक्षतःि। किन न। ‘वा’
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।