পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ct^ f**n or*, ^T5£*l ^TCR, HH% ^fe* ^T* I

উপহার

আবার—আবার—
ল'য়ে সেই দিব্য দেহ,
অতৃপ্ত প্রেম স্নেহ,
আসিছ—ভাসিছ কেন সম্মুখে আমার!
হাসি-হাসি মুখখানি,
সরমে সরে না বাণী,
আঁচলে, নয়ন, রাণী মুছি' বার বার!

কত যুগ-যুগ পরে—
এখনো কি মনে পরে,
তোমার সে হাতে-গড়া সোনার সংসার
কবিত্ব-কল্পনা-ভরা,
জীবন-মরণ-হরা,
ত্রিভুবন-আলো-করা প্রীতি দু'জনার!

বৈতরণী-তীরে বসি'
মরণের তরে শ্বসি—
আশা-তৃষ্ণাহীণ-বৃদ্ধ—রুদ্ধ-অশ্রুভার;
তুমি কেন,পৌর্নমাসী,
আবার উদিছ আসি'
দুঃখ-শিরে-শিরে করি' কৌমুদী-বিস্তার!

প্রেমের কুহক-মন্ত্রে
কি বাজাবে ভাঙ্গা যন্ত্রে?
বুঝি না এ ছিন্ন তন্ত্রে কি বাজিবে আর!
আছি কি জীবন নিয়ে—
তুমি বুঝিবে না, প্রিয়ে,
আপনি ভাবি না ভয়ে কথা আপনার!