পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“বাবা, মা—কেন এত কর জপে আজ, করে এত ঠাকুর-প্রণাম?” কাছে যা, বাছা রে, শুনা গে তাহারে জনমের মত হরি-নাম। “বড় ভয় করে, তুমি এস ঘরে, এলো-মেলে। কি বলে কেবল।” গঙ্গt-মৃত্তিকায় লেপে দাও গায়, দাও গিয়া মুখে গঙ্গাজল। “চোখ বড় রাঙ্গা, গলা ভাঙ্গা-ভাঙ্গা, দিদিমা ঠাকুম বড় কাদে।” কর গে বারণ, ঘুমাৰে এখন; বাধিও না আর মায়া-ফাদে। “তবে মা আমার—* ইচ্ছা বিধাতার। এখনে। ত রয়েছে জীবন। যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ; ভক্তিভরে ডাক নারায়ণ।

  • ডাকি বার বার—* কঁাদিও না আর,

যাও, তার পদধূলি লও। বাছ, প্রাণ ভরি’ আশীর্ব্বাদ করি,— তারি মত সতীলক্ষ্মী হও।