এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী चै, পত্রবাহী ডাকে,—“চিঠি আছে।” দেখি পত্র খুলি’,— কর্ম্মস্থল হ’তে আসিয়াছে শুষ্ক তিক্ত বুলি। “আময়ের চিঠি?—ভাল আছে?” মুমূৰু জিজ্ঞাসে। ( সংবাদ দেই নি পুত্র কাছে— কি ভুল হুতাশে। ) আশ্রডভর। কাতর নয়ন এক-দৃষ্টে চায়; নাহি শ্বাস, হৃদয়ে কম্পন, উত্তর-অণশায়। হে দেবতা, লই তব নাম, এই মিথ্যা শেষ,—
- ভাল আছে, করেছে প্রণাম,
পড়িতেছে বেশ।” বক্ষঃ হ’তে নেমে’ গেল ভার— গভীর নিঃশ্বাস। মান মুখে ফুটিল আবার ধীর স্থির হাস। শাস্ত—তৃপ্ত, কৃতজ্ঞতা-নীরে উজ্জল নয়ন; শাস্ত—তৃপ্ত, ধীরে পার্শ্ব ফিরে’ করিল শয়ন— ফুরাল জীবন।