পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So অক্ষয়কুমার বড়াল-গ্রস্থাবলী কাহার স্বজন এই নগণ্য জীবন? এ কি শুধু প্রহেলিক? ওই আলেয়ার শিখা জলিতে—জলিতে গেল লিবিয়া যেমন। বাধিতে বাধিতে সুর সপ্তস্বরা শত-চুর। মেলিতে—মেলিতে আঁখি মিলাল স্বপন এই প্রাণ –এর লাগি কত-না যতন। কামে ক্রোধে সদা অন্ধ, লোভে মোহে কত দ্বন্দ্ব, কত-ন। মাৎসর্য্য-মদে জগত-মর্ষণ। কত আধি ব্যাধি সহি, কত দুখ ক্লেশ বহি, মুখ-ভ্রমে করি কত অভাব-স্বজন। এই কি এ জগতের শুভ বিবর্ত্তন? এই হাড়ে হাড়ে শোক দেখাবে কি পুণ্যালোক? ভূমিকম্প—ঘূর্ণবাত্য কি করে সাধন? স্বর্ণ-মন্দিরের চুড়া বজ্রাঘাতে করি” গুড়িা, পাতিব অঙ্গারে ভস্মে কোন দেবাসন? কোন অপরাধে এই কঠোর শাসন? কোন পিতা পুত্র প্রতি এমন নির্দয় অতি? আমিও ত করিতেছি সস্তান-পালন— কত রাগি চোখে মুখে, তখনি ত টানি বুকে, মুহাতে নয়ন তার—মুছি ত আপন।