*や অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী বুঝিবে না, বধির দেবত। চিরদিন লক্ষী সনে বিরাজিছ সিংহাসনে, ভারিক্তেছ বিশ্বের বারত! কাংস্তা-ঘণ্টা-শঙ্খ-রোলে—তবু না শ্রবণ খোলে, পশে ন নরের ক্ষুদ্র কথা। কিছু নাই আমার প্রার্থন। সে অতি-প্রত্যুষে উঠি, আসিত হেথায় ছুটি', করিত এ মন্দির-মার্জনা; তুলি ফুল, গাথি মালা, সাজাত নৈবেদ্য-ডাল, সচন্দন তুলসী, অৰ্চন। জামু পাতি’—কোষেয়-বসন, স্থির-নেত্রে, যুক্ত-করে, ঝর-ঝর অশ্রু ঝরে, তোমা-পানে চাহি একমন। পড়ে-কি-না-পড়ে শ্বাস, সিক্ত মুক্ত কেশ-রাশ, শিথিল-অঞ্চল, স্মিতানন॥ আবার সন্ধ্যায় হুেথ আসি’ দীপ দিয়া, ধূপ দিয়া, প্রণমিয়া—প্রণমিয়। ফুরাত না তার ভক্তিরাশি! প্রহর বহিয়া যায়—ধ্যান তার না ফুরায়, কতক্ষণে উঠিত নিঃশ্বাসি’। এখন সকলি বিশৃঙ্খল; হয় কি না হয় সেবা, তত্ত্ব তার লয় কে বা। তুমি তাহে নহে ত চঞ্চল। অনুরাগে—কি বিরাগে তোমার না চিত্ত জাগে; ‘দেব’ ‘দৈত্য’ কথা কি কেবল।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।