এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়গল্প-গ্রন্থাবলী শিক্ষা দীক্ষণ—সব মিথ্যা ভ্রম, অবিশ্বাস—সংশয় বিষম, বিহবল হৃদয়। মনে হয়,—বসিয়া গম্ভীরে, জগতের প্রতি শিরে শিরে চালাইতে ছুরী; ছিন্ন-ভিন্ন তন্ন-তন্ন করি”, প্রতি অণু-পরমাণু ধরি’ দেখি কি চাতুরী। জীবনের এ শোক-বিস্বাদ– শুধু কি জীবের অপরাধ, জীবের নিয়তি? এক দিন—কেহ একবার করিবে না তোমার বিচার, হে অন্ধ-শকতি। Ե নাই যদি—নাই লোকান্তর, জীবনের অভিনব স্তর, পবিত্র বিকাশ। প্রতি দিন কেন প্রাণী তবে স্ব-ইচ্ছায়, গরবে, গৌরবে করে দেহ-নাশ? কেন বুদ্ধ ত্যজিল আবাস, কেন নিল নিমাই সন্ন্যাস— মৃত্যু যদি শেষ?