পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అమ్రి অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী মাহুষে মানুষ পুনঃ হয়,

  • ांस्ॐ श्रीकी-उपकुछ छौद नग्न?

কে আমারে কবে। আবার কি হইবে মিলন? গত-জন্ম নাহি ত স্মরণ— নূতন সকল। এত আশা, এত ভালবাস। পাবে ন৷ এ জীবনের ভাষা— এ জন্ম বিফল? ন না, না না, কর্ম্মে আছে ধারা, কত গ্রহ রবি শশী তারা রয়েছে আকাশে— সে আমার নিশ্চয় কোথায় বসিয়া আমার অপেক্ষায়, গভীর বিশ্বাসে। অণুতে অণুতে সম্মিলন, আত্মায় আত্মায় আলিঙ্গন, সুখ হুঃখ চুর্ণ। শির পরে সময় না চলে, বাধা বিঘ্ন নাহি পদতলে, প্রেম পুত পুর্ণ। সে পেয়েছে তার কর্ম্মফলে, আমি পাব কোন পুণ্যবলে সেই পরকাল? ধর্ম্মে, কর্ম্মে, লক্ষ্যে, আচরণে কি বিভিন্ন ছিলাম তু’ জনে— আকাশ পাতাল।