পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী

এত ভিন্ন, এত দূরে,—তবু দু'জনায়
জীবনে মরণে বাঁধা—কি রহস্য মরি!
লুটিছে বরষা-লীলা ক্ষুদ্র উর্ম্মি ধরি',
ফুটিছে বসন্ত-রুচি শীত-কুয়াসায়!
অঙ্গারের সৃষ্ট মণি, মরের অমরী-
এ কি শুভ স্বস্তিবাণী রূঢ় অভিশাপে!
নরকে জন্মিল স্বর্গ, পূণ্য- পাপে তাপে,
মানবে ফলা'ল রঙ্গ্ বিধি-চিত্রোপরি!

নারী-বন্দনা

রমণী রে, সৌন্দর্য্যে তোমার
সকল সৌন্দর্য্য আছে বাঁধা।
বিধাতার দৃষ্টি যথা জড়িত প্রকৃতি সনে,
দেব-প্রাণ বেদ-গানে সাধা!

সৌন্দর্য্যের মেরুদণ্ড তুমি,
বিশ্বের শৃঙ্খলা তোমা'পরে।
তপনের আকর্ষণে ঘুরে যথা গ্রহগণ,
তালে তালে, গেয়ে সমস্বরে।

তোমারি ও লাবণ্য-ধারায়
কালের মঙ্গল-পরকাশ।
অসম্পূর্ণ এ সংসারে তুমি পূর্ণতার দীপ্তি,
সান্ধ্য-মেঘে স্বর্গের আভাস!

এ নির্ম্মম জীবন-সংগ্রামে
তুমি বিধাতার আশীর্ব্বাদ।
নিত্য জয়-পরাজয়ে পাছে পাছে ফিরিতেই
অঞ্চলে লইয়া সুখ-সাধ!