পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4थी ३ श्रदचौक দেখিতেছি পাষাঙ্গে চেতনা, শুনিতেছি ধাতু-মাঝে জীবন-স্পন্দন বাজে, জীবন-চঞ্চল অণুকণ। স্থাবর, জঙ্গম, জীব, জল, স্থল, শূন্ত, দিব, ধুলি, বালু–র্তাহারি ব্যঞ্জন। কতু দেখি—স্বত্যু তুচ্ছ নয়। ক্ষুদ্র শুক্তি, ক্ষুদ্র কীট, ধরিত্রীর পাদপীঠ; শস্কুকে প্রবালে দ্বীপোদয়। কি গুঢ়-উদ্দেশু তরে মরিতেছি স্তরে স্তরে— দিয়া আত্ম, করি বিশ্বজয়? সে আমার কোথা গেল চলি’? ছিল সত্য, ছিল স্থল, হ’ল সূক্ষ্ম, হ’ল ভুল,— মনেরে বুঝাব এই বলি’? ব্যষ্টিতে সমষ্টি-ভাব? ক্ষুত্রত্বে মহত্ত্ব-লাভ? আবার যে রহস্য সকলি। o সপ্তঃস্নাত জ্যেষ্ঠ পুত্র, মুণ্ডিত-মস্তক, বসি’ কুশাসনে; গলে উত্তরীয় বাস, পড়ে ঘন দীর্ঘশ্বাস, পড়ে মন্ত্র গাঢ়-স্বরে, স্থলিত-বচনে। কনিষ্ঠে লইয়। কোলে জ্যেষ্ঠ কস্ত বসি’, গলে বস্ত্র দিয়া; শুনে মন্ত্র এক-মনে, মুছে অশ্রু ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে শূন্ত-পানে দেখিছে চাহিয়া। গায়ে গায়ে আছে বসি’ ক্ষুত্র কস্তা ফুট, भजिन-बलहन;