পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রদীপঃ অভেদে প্রভেদ

বিধাতার মহাকাব্য তুমি,
সসীমে অসীমে সন্মিলনী।
ঘরে ঘরে কোটী যোগী, কোটী কবি সিদ্ধকাম—
তোমা-মাঝে পেয়ে প্রতিধ্বনি!

স্বর্গ-ভ্রষ্ট, নরক-উথ্থিত,
নিয়তি-তাড়িত নর-মতি
ভুলে' গেছে জন্ম-গত সে অতৃপ্তি, উদ্দামতা—
পেয়ে তব প্রেমের আরতি!

দেবতারা স্বর্গ হ'তে নামে
লভিতে তোমার ভালোবাসা!
হেন ত্রিভুবন-ঘেরা সুধা-সিন্ধু নাই বুঝি
ব্রক্ষ্মাণ্ডের জুড়াতে পিপাসা!

নিজ-করে গড়ি' ও প্রতিমা,
নিজে বিধি বিমুগ্ধ-নয়ন!
প্রেমে পুণ্যে পূত ধরা আবার উঠিছে স্বর্গে
করি' বক্ষে তোমারে ধারণ!


অভেদে প্রভেদ

নারী,
যুগ-যুগান্তর ধরি'   একত্র সংসার করি,
এক লক্ষ্য অনুসরি আমরা দু'জনে;
তবু কি বিভিন্ন মোরা—অভিন্ন মিলনে!

এ জগতে সুখে দুখে,   ফুল্ল বা বিষন্ন মুখে,
পাশাপাশি আছি দোঁহে দাঁড়ায়ে সংসারে;
দারিদ্র বা অভিমানে  দু'জনায় জ্বলি প্রাণে;
এক শোকে তাপে দোঁহে কাঁদি হাহাকারে।