এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Šv অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী আসে না মধুপ, বসে না বিহগ, আসে না পথিকজন; আকাশের তলে দাড়ায়ে একাকী, গত-মুখ-নিদর্শন। শরতে আর সে হয় না সরস, বসন্তে ফুল না ধরে, বরষায় তার ঝরে না নয়ন, নিদাঘে নাহিক মরে। আমি—আর আমি–জীবিত না মৃত জগৎ করিছে ধু-ধু; এক তার আশা—দীর্ঘ শীর্ণ আশা— শুন্তে চেয়ে আছে শুধু! 8 জীবনে চাহি না কিছু অণর স্বধু তারে দেখি একবার, একবার তার মুখখানি। জলুক—যতই জ্বলে প্রাণ, করিব না কোন অভিমান, সুখী হব, ‘সুখে আছে’ জানি’। জীবনে সে পায় নাই মুখ, হুখে কভু ভাবে নাই ছখ, রোগ শোকে হয় নি চঞ্চল; সরল অস্তরে, হাসিমুখে, সকলি সহিয়াছিল বুকে; কাদিলে যে হবে অমঙ্গল।