পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এষা: শোক বলেছি অনেক রূঢ় কথা, দিয়েছি অনেক বুকে ব্যথা, সকলি সয়েছে ভালবাসি’, অনাদরে ফাটিয়াছে বুক, তবু ফুটে নাই কতু মুখ, হাসিতে ঢেকেছে অজ্ঞরাশি। পায় নাই যতন আদর, তবু—তবু ছিল কি সুন্দর। ইঙ্গিতের বিলম্ব না সয়— প্রাণের মমতা যত্ন দিয়া সব কুখ দিত মুছাইয়া, দিত পদে পাতিয়া হৃদয়। সুখে তুখে ছিল চির-সাথী, জগৎ-জুড়ান জ্যোৎস্ন।-রাতি। জীবনের জীবস্ত-স্বপন। আপনারে হারায়ে—হারায়ে গিয়াছিল আমাতে জড়ায়ে, প্রতিদিন-অভ্যাস মতন। পড়ে? আছে নয়নে নয়ন— অসঙ্কোচে করি আলাপন; দেহে দেহ, নাহিক লালস; হৃদে হৃদি, প্রাণে প্রাণ হেন— অতি স্বচ্ছ প্রতিবিম্ব যেন। এক অণশ। ভাবন ভরস॥ ছায়া সম ফিরি’ নিরস্তর, কখন দিত না অবসর বুঝিতে সে প্রেমের মহিমা; 8>